আসল আর নকল কেশবকে নিয়ে জমজমাট 'কেশব' - কেশব বাংলা ধারাবাহিক
কেশবকে বিপদে ফেলার জন্য মুখিয়ে রয়েছে কালীকিংকর ও প্রাপ্তি। কিন্তু প্রতিবারই পার পেয়ে যায় কেশব। জয়া যখন তার নিজের ছেলে ও কেশবকে রক্ষা করতে ব্যস্ত তখনই পরিবারের মধ্যে থেকে একজন কেশবের জন্য নতুন বিপদের পরিকল্পনা করছে। কীভাবে সেই বিপদের মোকাবিলা করবে কেশব? উত্তর রয়েছে 'কেশব' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে...