দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে তৎপর শ্রাবন্তী - Srabanti Pujo
শহর জুড়ে এমন অনেক বাচ্চা রয়েছে, যারা পুজোর সময়ও মুখ কালো করে থাকে। নতুন জামাকাপড়, জুতো বা ভালোমন্দ খাবার কোনওটাই জোটেনা তাদের। এরকম বাচ্চাদের মুখে হাসি ফোটাতে তৎপর শ্রাবন্তী। শুধু শ্রাবন্তী বললে ভুল হবে, এক বেসরকারী জুতো প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। এক হাজারের বেশি পুরোনো জুতো নতুন করে তৈরি করে তাদের হাতে তুলে দেওয়া হল হোপ কলকাতা ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইন্টারসিটির যৌথ উদ্যেগে। আর এই কর্মযজ্ঞে ভীষণভাবে জড়িত ছিলেন শ্রাবন্তী। দেখে নিন ভিডিয়োয়...