'কেশব'-এর সেটে ঢুঁ মারল ETV ভারত সিতারা - Keshab bengali serial
জন্মাষ্টমী উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেশবের পরিবারে। তাই চারিদিকে সাজো সাজো রব। কিন্তু তারই মধ্যে বিপদের আশঙ্কা। কারণ কালীকিংকর রায় রূপ পরিবর্তন করে বাড়িতে ফেরার পরিকল্পনা করছে। এখন দেখার যে, কালীকিংকর ও প্রাপ্তির চক্রান্তে কোন বিপদ অপেক্ষা করে রয়েছে কেশব আর বলরামের সামনে। তার আগে 'কেশব'-এর সেটে ETV ভারত সিতারা...