মায়ের কিডনির অসুখ, কীভাবে সামলাবে আশিক? - Ek je Chilo Khoka
আশিকের মায়ের কিডনি ফেলিওর, ভরতি হাসপাতালে। এই খবর আশিকের জীবনে একটা বিশাল প্রভাব ফেলতে চলেছে। তবে আশিক এখনও এই সত্যিটা জানতে পারেনি। কোয়েল কীভাবে এই খবর আশিককে দিতে চলেছে? উত্তর লুকিয়ে 'এক যে ছিল খোকা' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।