দুই বাংলা মিলেমিশে গেল 'চেনা শহর'-এ - বাংলা গান
পুজোর প্রাক্কালে মুক্তি পেল দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে তৈরি গানের অ্যালবাম 'চেনা শহর'। গায়িকা সুস্মিতা আনিস, যিনি সম্পর্কে ফিরোজ়া বেগমের আত্মীয়। অ্যালবামের চারটি গানে সুর দিয়েছেন জয় সরকার ও দুটি গানের কথা লিখেছেন শ্রীজাত। অন্যদিকে দুটি গানের কথা লিখেছেন ওপার বাংলার দুই শিল্পী। এভাবেই মিলেমিশে তৈরি হয়েছে 'চেনা শহর'। আমরা তো আমাদের শহরকে চিনি। কিন্তু ওপার বাংলার সুস্মিতা কতটা চেনেন আমাদের শহরকে? উত্তর খুঁজে পাওয়া যাবে তাঁর এই নতুন অ্যালবামে।