পাপারাৎজ়ির প্রতি তাপসীর মানবিক ব্যবহার, রাত না জাগার উপদেশ - মুম্বই এয়ারপোর্টে তাপসী
তাপসী পান্নু একটু আলাদা । সেলেব্রিটি স্টেটাসের বাইরে তিনি একজন সহৃদয় মানুষ, প্রমাণ করলেন আবারও । মুম্বই এয়ারপোর্ট থেকে বেরিয়ে পাপারাৎজ়িদের দেখে তাদের উদ্দেশে তাপসীর উপদেশ, "এত রাত জেগো না, একটু ঘুমোও ।" অভিনেত্রীর এই ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা ।