মামার বিয়ে নিয়ে উচ্ছ্বসিত স্বরা, নাচলেন জমিয়ে - স্বরা ভাস্করের খবর
দীর্ঘ প্রতীক্ষার পর সাত পাকে বাঁধা পড়লেন স্বরা ভাস্করের মামা । আর হবু মামীর মেহেন্দির ঘরোয়া অনুষ্ঠানে জমিয়ে নাচলেন স্বরা । শ্রীদেবীর 'নবরাই মাঝি' গানের ছন্দে লকডাউনের নেগেটিভিটিকে যেন জলে ভাসিয়ে দিলেন অভিনেত্রী । দেখে নিন ভিডিয়ো...