জীবন বদলের গল্প বলবে এবারের 'দাদাগিরি' - set
শনিবার থেকে নতুন রূপে ফিরে এসেছে 'দাদাগিরি' । এবার সিজ়ন এইট । ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর ব্যক্তিত্ব ও অনবদ্য উপস্থাপনার দ্বারা মন জয় করে নিয়েছেন সকলের । এবারের সিজ়নে থাকছে অনেক হাসির ঝলক । আজ রাজারহাটের DRR স্টুডিয়োতে শুটিংয়ের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হলেন মহারাজ । জানালেন অনেক অজানা কথা । গত 7 বছরের মতো এবারও বেশ কিছু চমক থাকছে ফাইনাল এপিসোডে।