বিয়ের পর কি শান্তি পাবে ভূপাল ? - rani rasmoni
ভূপালের বিয়েকে কেন্দ্র করে পরিবারের সবাই খুশিতে মেতে উঠেছে । কিন্তু, তার সঙ্গে যার বিয়ে হচ্ছে সেই, প্রসন্নময়ী ঠিক বিপরীত চরিত্রের । বিয়ের পর ভূপাল কি শান্তি পাবে ? নতুন কী কী সমস্যা আসতে চলেছে তাদের জীবনে ? তা জানতে 'রানি রাসমণি' ধারাবাহিকের সেটে পৌঁছে গিয়েছিলাম আমরা ।