পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কামিনীকে ভুল প্রমাণ করতে কী করবে জ্যোৎস্না ? - Visit

By

Published : Jul 28, 2019, 6:45 PM IST

'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকে গত সপ্তাহে দেখা গেছে, সুজন, জ্যোৎস্না ও কাঞ্চন জঙ্গলে গদা ও চক্র খুঁজে বেরিয়েছে । জঙ্গলে যাওয়ার পর তারা বুঝতে পারে যে তারা কোনও কারণবশত আকারে ছোটো হয়ে গেছে । এরপর দর্শক দেখতে পাবে গদা ইতিমধ্যে উদ্ধার হয়ে গেছে । এবার তাদের অভিযান চক্র উদ্ধার । এই অভিযানের একমাত্র কারণ কামিনীকে পরিবারের সামনে ভুল প্রমাণিত করা । গল্পে আর নতুন কী আসতে চলেছে জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল ধারাবাহিকের সেটে । কথা হল 'বেদের মেয়ে জ্যোৎস্না'-র মুখ্য চরিত্র স্নেহা, প্রীতম ও রবিরাজের সঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details