নতুন পোশাক কালেকশনের উদ্বোধনে হাজির পাওলি ও তনুশ্রী - bangla
দুর্গাপুজো মানে বাঙালির আবেগ, ভালোবাসা । পুজো মানে হাজার জিনিসের শপিং । পুজো মানে খাওয়া দাওয়া । পুজো মানে নতুন ডিজ়াইনের জামাকাপড়ের সম্ভার । এরকমই কিছু নতুন কালেকশনের উদ্বোধন হল দক্ষিণ কলকাতার একটি শপিং মলে । সেখানে সমাজের বিশিষ্টি পাঁচজন মহিলা উপস্থিত ছিলেন । তাঁরা তাঁদের মনের কথা তুলে ধরেন সবার সামনে । তাঁদের মধ্যে অন্যতম ছিলেন পাওলি দাম ও তনুশ্রী চক্রবর্তী । এই পুজো কালেকশন লঞ্চ ও মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে তাঁরা শেয়ার করলেন নিজেদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা ।