আলাদা নয়, একেবারে স্বাভাবিক প্রেমের গল্প 'নগরকীর্তন' - Riddhi Sen
কোনও মানুষের বাহ্যিক দিকটা যাই বলুক না কেন, সে নারী না পুরুষ সেটা বলে দেয় তাঁর আত্মা। তাঁর আত্মা বা মনটাই তাঁর লিঙ্গ নির্ধারণ করে। আমরা জানি সবটাই। তবে এখনও মনের কোথাও একটা বিভেদ জমিয়ে রেখেছি। তাই পাশে কোনও বৃহন্নলা বসলে এখনও আমরা শক্ত হয়ে বসি বা সরে বসি। গাড়ি সিগনালে দাঁড়ালে যাঁরা দরজার কাচে টোকা দেয়, আমরা এখনও তাঁদের চোখের দিকে তাকাতে অস্বস্তি বোধ করি। মোবাইলে ডুবে থাকি, নয়তো ঘুমের ভান করি। সেই অস্বস্তি থেকে আমাদের সমাজকে বের করে আনতে কৌশিক গাঙ্গুলি আনছেন তাঁর ছবি 'নগরকীর্তন'।