শ্রোতাদের নতুন গানের অ্যালবাম 'উপহার' দিলেন শ্রীকান্ত - srikanta acharya
বাংলার বিখ্যাত সংগীত পরিচালকদের মধ্যে অন্যতম প্রতাপ রায় । একটা সময় পর্যন্ত তিনি বাংলা ছবির জন্য সংগীত পরিচালনা করেছেন, পাশাপাশি পিয়ানো বাজিয়ে দর্শকদের মোহিত করেছেন । বয়স হওয়ার কারণে এখন আর কাজ করতে পারেন না তিনি । তাঁকে সম্মান জানাতে এগিয়ে এলেন প্রতাপ রানা ও ইশানু চক্রবর্তী । তাঁদের গানের অ্যালবামের গানগুলি গেয়েছেন শ্রীকান্ত আচার্য । অ্যালবাম মুক্তির দিন প্রেসক্লাবে উপস্থিত ছিলেন তরুণ ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, প্রতাপ রায়, পার্থ রানা ও ইশানু চক্রবর্তী ।