কঙ্গনাকে নিয়ে প্রশ্ন সাংবাদিকের, যেন শুনতেই পেলেন না হৃতিক - কঙ্গনা রানাওয়াত
পাটনা : 'সুপার ৩০'-র প্রোমোশনে পাটনায় এসেছিলেন হৃতিক রোশন। সেখানে কঙ্গনাকে নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। কিন্তু যেন শুনতেই পেলেন না হৃতিক। কঙ্গনা আর হৃতিকের সম্পর্ক নিয়ে বহু জলঘোলা হয়েছে। আর এখন তো কঙ্গনা যখন তখন যা-তা অভিযোগ তুলছেন হৃতিকের ব্যাপারে। অন্যদিকে মিস্টার রোশন এই বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন। তিনি কঙ্গনা প্রসঙ্গে কথাই বলতে চান না। পাটনার এই ঘটনা আর একবার প্রমাণ করল এই সত্যিকে।