ওয়েব দুনিয়ায় সচেতন থাকুন, পরামর্শ দেবের - password bengali film
হ্যাকিং বা অন্য কোনও ধরনের জালিয়াতির হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করতে আইনজীবী বিভাস চ্যাটার্জির সঙ্গে এক আলাপচারিতা । ছিল 'পাসওয়ার্ড'-এর দেব, রুক্মিনী ও পরমব্রত । কী ভাবে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন অনুষ্ঠানে সে বিষয়ে দর্শকদের পরামর্শ দেন তিনি ।