পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Birthday Special : রিল লাইফ ভিলেন থেকে রিয়েল লাইফ হিরো সোনু - Birthday Special sonu

By

Published : Jul 30, 2020, 5:23 AM IST

Updated : Jul 30, 2020, 6:45 AM IST

কোনও গডফাদার ছাড়াই যাঁরা ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তাঁদের মধ্যে সোনু সুদ অন্যতম । 1973 সালের 30 জুলাই, পঞ্জাবের মোগা শহরে জন্ম । মা ছিলেন ইংরেজির অধ্যাপক আর বাবার ছিল কাপড়ের দোকান । ছোটো থেকে সিনেমা জগতের সঙ্গে কোনও যোগসূত্রই ছিল না । শুধু অভিনয়ের প্রতি ভালোলাগা থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন । হয়ে ওঠেন জনপ্রিয় খলনায়ক । এমনকী, সেরা ভিলেন হিসেবেও পান একাধিক পুরস্কার । তবে রিল লাইফ ভিলেন থেকে এখন অনেকেরই মসিহা তিনি । তাই সেই দিন হয়তো আর খুব বেশি দেরি নেই । যখন রিল লাইফ হিরোর চরিত্রে দেখা যাবে তাঁকে । আগামীর জন্য জন্মদিনে সোনু সুদকে অনেক শুভেচ্ছা ।
Last Updated : Jul 30, 2020, 6:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details