BirthDay Special : ইন্ডাস্ট্রির 'বাজিরাও' রণবীর - ranveer birthday
ক্যারিয়ারের শুরুর দিকে রণবীর সিংকে বলা হয়েছিল, তিনি নাকি তথাকথিত সুপুরুষ নন । আর এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা তাঁর পক্ষে খুব একটা সহজ হবে না । যদিও সেই সব কথায় কোনও কান দেননি অভিনেতা । মন দিয়ে নিজের কাজ করে গিয়েছেন তিনি । প্রমাণও করেছেন নিজেকে । আর সেই কারণেই শুধুমাত্র নিজের অভিনয়ের জোরে আজ বলিউডের অন্যতম সেরা অভিনেতা তিনি । আজ 35তম জন্মদিনে ETV ভারত সিতারার তরফে তাঁকে আগামীর জন্য অনেক শুভেচ্ছা ।
Last Updated : Jul 6, 2020, 7:11 PM IST