বাইক চালিয়ে নির্বাচনী প্রচারে অভিনেতা যশ - অভিনেতা
ভোট যে বড় বালাই তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন টলি তারকারা । 2021 এর বিধানসভা নির্বাচনে একাধিক প্রার্থী টলিউড তারকা। যাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন চন্ডীতলার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত । এতদিন হেঁটে, হুট খোলা জিপে করে প্রচার চালাচ্ছিলেন যশ। এবার সটান বাইক নিয়ে বেরিয়ে পড়লেন ভোট প্রচারে। মঙ্গলবার হিরোয়িক স্টাইলে নিজের কেন্দ্রে প্রচার সারলেন তিনি । সিনেমায় তাকে বাইক চালাতে দেখা গিয়েছে বহুবার। তবে পিছনের সিটে এতদিন থাকতেন তাঁর নায়িকারা । এবার দেহরক্ষীকে বাইকে বসিয়ে চন্ডীতলার অলিগলি ঘুরে বেড়ালেন যশ। মাঝেমধ্যে হাত নাড়লেন তাঁর অনুগামীদের উদ্দেশ্য । রাস্তার দু'ধারে সেই ছবি ক্যামেরাবন্দি করার জন্য দাঁড়িয়ে ছিলেন যশের ভক্তরা ।
Last Updated : Mar 23, 2021, 11:03 PM IST