Interview : 200 পর্বের মাইলস্টোন ছুঁতে চলেছে 'কেশব' - kolkata
আর কিছুদিনের মধ্যেই 200 পর্বের মাইলস্টোন ছুঁতে চলেছে বাংলা ধারাবাহিক 'কেশব' । ETV ভারত সিতারার কাছে এই খুশির খবর পেয়ে উচ্ছ্বসিত ধারাবাহিকের কলাকূশলীরাও । প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যামিও চরিত্রে অভিনয় দিয়ে শুরু হয়েছিল 'কেশব' । ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের অনুভূতি ও এরপর গল্পে নতুন কী আসতে চলেছে জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'কেশব'-র সেটে ।