45th Kolkata Book Fair : পরীক্ষা শেষে স্কুল ইউনিফর্মে বইমেলা প্রাঙ্গণে খুদেরা - School Students in Kolkata Book Fair
7 মার্চ, সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা ৷ ফলে 45তম কলকাতা বইমেলায় (45th Kolkata Book Fair) দেখা নেই দশম শ্রেণির পড়ুয়াদের ৷ কিন্তু, তাই বলে তাঁদের বই পড়ার শখ থেমে নেই ৷ তাঁদের মা-বাবারা বইমেলায় পৌঁছে যাচ্ছেন ছেলেমেয়ের পছন্দের বই কিনতে ৷ তেমনি বইমেলায় দেখা মিলল নবম শ্রেণির কয়েকজন পড়ুয়ার (School Students in 45th Kolkata Book Fair) ৷ পরীক্ষা শেষ হতেই স্কুল থেকে সোজা বইমেলার প্রাঙ্গণে এসে হাজির হয়েছে তারা ৷ তাদের মধ্যে কেউ কিনেছে 4টে বই, কেউ 5টা কেউ আবার 8টা বইও কিনেছে ৷ আর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলা দাদা-দিদিদের শুভেচ্ছাও জানাল সেই সব খুদেরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
45th Kolkata Book Fair