Sonarpur Rajpur Municipal Corporation: প্লাস্টিক বিরোধী অভিযান সোনারপুর-রাজপুর পৌরসভার - দক্ষিণ 24 পরগনা
পরিবেশ রক্ষার্থে 75 মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে (campaign For stop Banned Plastic) ৷ তারপরেও চলছে এই প্লাস্টিকের ব্যবহার ৷ সাধরণ মানুষকে সচেতন করতেই বৃহস্পতিবার রাজপুর ও সোনারপুর পৌরসভা অভিযান চালাল বেশ কয়েকটি বাজারে ৷ পুলিশের পক্ষ থেকে এদিন এলাকার বাজারগুলিতে মাইকিং ও প্রচারও চালানো হয় ৷ পুলিশ ও পৌরসভা যৌথভাবে অভিযান চালায় স্থানীয় বাজার- দোকানে। এই অভিযানে এদিন বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর প্লাস্টিক ব্যাগ ও থার্মোকলের থালা। ব্যবহারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাশাসনের পক্ষ থেকে ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST