Dussehra 2023: সেন্ট্রাল পার্কে 50 ফুটের রাবণ দহন, দেখুন ভিডিয়ো
Published : Oct 25, 2023, 11:20 AM IST
প্রতি বছরের মতো এবছরও বিজয়া দশমীতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হল রাবণ দহন ৷ সল্টলেক সংস্কৃতি সংসদ ও আরও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল ৷ সেই অনুষ্ঠানে মঙ্গলবার 50 ফুট উচ্চতার রাবণ, 40 ফুট উচ্চতার মেঘনাদ এবং কুম্ভকর্ণের কুশপুতুল দহন করা হল। অনুষ্ঠান ঘিরে সাধারণের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
রাবণ দহনের মূল উদ্দেশ্য অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়কে উদযাপন করা ৷ সেন্ট্রাল পার্কের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা- সাংসদ দেব, দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, সল্টলেক সাংস্কৃতিক সংসদের সভাপতি সঞ্জয় আগরওয়াল থেকে শুরু করে আরও অনেকে ৷ স্থানীয় বাসিন্দারাও এই অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন ৷
সঞ্জয় আগরওয়াল বলেন, "খারাপের শেষ আর ভালোর জয়কে উদযাপনের জন্য আমরা সেন্ট্রাল পার্ক মাঠে রাবণ দহনের আয়োজন করেছিলাম। 50 ফুট উঁচু রাবণের মূর্তি পোড়ানোর পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন মনোমুগ্ধকর ফায়ার শো-এর আয়োজন হয়েছিল ৷ তা দেখে দর্শকরাও খুশি।" গত কয়েক বছরে কলকাতা এবং তার আশপাশে রাবন দহণের অনুষ্ঠানের সংখ্যা বেশ খানিকটা বেড়েছে।