PM Modi Meets Mother : মা হীরাবেন মোদি আজ 100 বছরে, গান্ধিনগরের বাড়িতে গেলেন নরেন্দ্র মোদি - প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি
আজ মা হীরাবেন মোদি 100 বছরে পা রাখলেন ৷ শতব্যস্ততার মধ্যেও তাঁর জন্মদিন ভোলেননি প্রধানমন্ত্রী ৷ সকাল সকাল গান্ধিনগরের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে পৌঁছলেন ৷ মায়ের সঙ্গে পুজো সারলেন, তাঁর পা ধুয়ে সেই জল নিজের চোখে ছোঁয়ালেন ৷ মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন ৷ আজ গুজরাতে দিনভর কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির ৷ প্রধানমন্ত্রীর মাকে অমর করে রাখতে গান্ধিনগরে একটি রাস্তার নামকরণ হবে 'পূজ্যা হীরাবা মার্গ' (PM Narendra Modi meets his mother Heeraben Modi on her 100th birthday in Gandhinagar Gujarat) ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST