Mahalaya 2023: পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুরু, তিল-জলদানের মাধ্যমে তর্পণ রাজ্যজুড়ে - পিতৃপুরুষ
Published : Oct 14, 2023, 9:31 AM IST
|Updated : Oct 14, 2023, 9:42 AM IST
'তর্পণ কথাটির অর্থ তৃপ্তি'। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার শুভক্ষণে পরলোকগত আত্মারা একত্রে উপস্থিত হন। মহালয়ার 14 দিন আগে থেকে শুরু হয় পিতৃপক্ষ। মহালয়া পিতৃপক্ষের শেষদিন। এরপরই শুরু দেবীপক্ষ। মহালয়া ছাড়াও এই পক্ষ আরও বিভিন্ন নামে পরিচিত। যেমন ষোলা শ্রাদ্ধ, মহালয়া পক্ষ, পিত্রুপক্ষ, জিতিয়া, কানাগাত এবং অপরপক্ষ। পিতৃপক্ষের শেষদিন অর্থাৎ মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে বেশিরভাগ মানুষ তিল-জল দান করে থাকেন স্বর্গীয়দের আত্মার শান্তি কামনায়। রায়গঞ্জের কুলিক নদীর খরমুজা ঘাটে ও বন্দর ঘাটে এদিন বহু মানুষ তিল জলদানের মাধ্যমে তর্পণ করলেন তাঁদের পিতৃপুরুষের উদ্দেশ্যে।
ঘাটে তর্পণ করতে আসা নূপুর ধর নামে এক ব্যক্তি জানান, পিতৃপুরুষদের তর্পণ করার জন্য এখানে আসা হয় প্রতিবছর এই দিনে। বাবা, মা সন্তানদের জন্য অনেক কিছু করেন। তাই বাবা মায়ের আত্মার শান্তি কামনার জন্য একদিন তাঁদের উদ্যেশ্যে তর্পণ করাই যায়। পাশাপাশি ঘাটে আসা অনুপম চক্রবর্তী নামে এক পুরোহিত জানিয়েছেন, মহালয়ের পুণ্যলগ্নে যাঁরা বাবা-মাকে হারিয়েছেন তাঁদের উদ্যেশ্যে সবাই ভোর থেকে পিতৃতর্পণ করছে ।