পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Orange Festival 2022: দার্জিলিংয়ে কমলা চাষের পুনরুজ্জীবনে মংপুতে কমলা উৎসব - পাহাড়ে কমলা চাষ

By

Published : Dec 10, 2022, 10:26 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

পাহাড়ে কমলা চাষের (Orange Cultivation) প্রচারের জন্য গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যানারে দার্জিলিং পাহাড়ের মংপুতে কমলা উৎসবের (Orange Festival) আয়োজন করা হয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্যের উদ্যানপালন মন্ত্রী, সুব্রত সাহা ও অন্যান্য সংশ্লিষ্ট রাজ্যের কর্মকর্তা এবং জিটিএ কর্মকর্তাদের উপস্থিতিতে কমলার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান নির্বাহী অনিত থাপা জানান, বিগত দশকগুলিতে, পাহাড়ে 'কমলা'ই প্রধান চাষ ছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন রোগের কারণে ধীরে ধীরে এই চাষ বন্ধ করে দেন চাষিরা। তাই, পাহাড়ে কমলা চাষকে পুনরুজ্জীবিত করতে ও প্রচার করতে, তাঁরা কমলা উৎসবের আয়োজন করছেন । তিনি আশাবাদী যে রাজ্য সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের সহায়তায় দার্জিলিং পাহাড়ে কমলা চাষ আবার শুরু হবে।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details