পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Premature Child Birth: অপরিণত শিশুকে সুস্থ করে মায়ের কোলে ফেরাল কান্দি মহকুমা হাসপাতাল - Premature Child Birth

By

Published : Aug 30, 2022, 10:13 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ফের সাফল্য মহকুমা হাসপাতালে ৷ সাত মাসে জন্মানো অপরিণত নবজাতককে 53 দিনের মাথায় সুস্থ করে মঙ্গলবার পরিবারের হাতে তুলে দিল চিকিৎসা মুর্শিদাবাদের(Murshidabad News)কান্দি মহকুমা হাসপাতাল(Kandi sub division hospital saved an premature child)৷ কান্দি থানার অন্তর্গত কালীবাড়ি রোডের বাসিন্দা শর্মিলা মণ্ডল জুলাইয়ের প্রথম সপ্তাহে কান্দি মহকুমা হাসপাতালে এক শিশুকন্যার জন্ম দেন(Premature Child Birth)৷ নির্ধারিত সময়ের আগেই সাতমাসে বাচ্চার জন্ম হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন মা থেকে শুরু করে সকলেই ৷ জন্মানোর সময় বাচ্চাটির ওজন ছিল মাত্র 700 গ্রাম । স্বাভাবিকভাবেই অপরিণত অবস্থায় জন্মের ফলে সেদিন থেকেই কান্দি মহকুমা হাসপাতালে নবজাতক বিভাগে চিকিৎসা চলতে থাকে সদ্যোজাতের । চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করে অবশেষে শিশুটিকে সুস্থ করে মায়ের কোলে ফেরাতে সক্ষম হন ৷ মায়ের কোলে সন্তানকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে পেরে খুশি চিকিৎসকরাও ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details