Dakshineswar Kali Puja 2023: দীপান্বিতা অমাবস্যায় দেবী ভবতারিণীর পুজোয় ভক্তদের ভিড় দক্ষিণেশ্বরে
Published : Nov 12, 2023, 4:34 PM IST
আজ দীপান্বিতা অমাবস্যা । দেশজুড়ে চলছে শক্তির আরাধনা চলছে । আর বিশেষ এই দিনে দেবী ভবতারিণীকে পুজো দিতে ভোর থেকেই ভক্ত সমাগম দক্ষিণেশ্বর মন্দিরে । হাজার হাজার দর্শনার্থীর লম্বা লাইন চোখে পড়েছে । মনস্কামনা পূরণ করতে দেবীর কাছে চলছে প্রার্থনা । চড়া রৌদ্রে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কারও মধ্যে এতটুকু ক্লান্তি ছিল না । মন্দির কমিটি সূত্রে খবর, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ মন্দির খোলার পর বিশেষ আরতি হয় । এরপর দক্ষিণেশ্বর মন্দিরে শুরু হয় দেবী ভবতারিণীর পুজোর আয়োজন । এ দিন দেবীমূর্তিকে বিশেষ সাজে সাজানো হয়ে থাকে । আজ সারাদিনই ভবতারিণী মন্দিরের দরজা খোলা থাকবে দর্শনার্থীদের জন্য । তাঁরা যাতে সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন, তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে । একদিকে মন্দিরের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা রয়েছে, এছাড়াও ব্যারাকপুর কমিশনারেটের তরফে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে । আজ দক্ষিণেশ্বর মন্দিরে সন্ধ্যারতি এবং বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে ।
হুগলি নদীর তীরে রামকৃষ্ণ দেব-স্বামী বিবেকানন্দ-রানি রাসমণির স্মৃতি বিজড়িত তীর্থভূমি শতাব্দী প্রাচীন দেবী ভবতারিণীর মন্দির । 1855 সালে রানি রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন । তারপর থেকে রামকৃষ্ণ দেবের সাধনস্থলে পরিণত হয় এই মন্দির । দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণীর পুজো দিতে এসে আজ টালিগঞ্জের বাসিন্দা ঊষা মাইতি বলেন, "বিশেষ এই দিনে পুজো দিতে এসে খুব ভালো লাগছে । মায়ের কাছে প্রার্থনা করি । সবার মঙ্গল হোক ।"