Janmashtami 2023: বেজে উঠেছে শঙ্খ, খুলেছে মন্দিরের দ্বার ; জন্মাষ্টমীর আনন্দে মাতোয়ারা দেশ - রাধা কৃষ্ণের মূর্তি
Published : Sep 7, 2023, 8:25 AM IST
হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মোৎসব ৷ সারা ভারতে এই দিন ধুমধাম করে পালিত হয় ৷ সাড়ম্বরে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা-বৃন্দাবনে ৷ এদিন সকাল থেকেই মন্দিরে শুরু হয়ে গিয়েছে পুজো আরতি ৷ ফুল ও আলোর মালায় সজ্জিত মন্দিরে ভক্তদের ভিড় ৷ সুন্দর করে সাজানো হয়েছে রাধা-কৃষ্ণের মূর্তি ৷
অন্যদিকে, দিল্লিতেও ধরা পড়েছে একই ছবি ৷ বেজে উঠল শঙ্খ ৷ সরে গেল পর্দা ৷ দীর্ঘ অপেক্ষার পর বিগ্রহকে দেখার সুযোগ পেলেন ভক্তরা ৷ ভজন ও কীর্তনে মুখরতি হতে থাকে আকাশ-বাতাস ৷ মন্দিরে মন্দিরে দেখা যায় ছোট ছোট ছেলে-মেয়েদের কৃষ্ণরূপ ৷ পুজোর পাশাপাশি, 'দহি হান্ডি উৎসব'এর কথা বলতে হয় আলাদা করে ৷
মুম্বই, গোয়া, গুজরাতে মূলত এই দহি হান্ডি উৎসব পালন করা হয় ৷ যাঁরা এই উৎসবে অংশগ্রহণ করেন অর্থাৎ যাঁরা পিরামিড তৈরি করে হাঁড়ি ভাঙতে ওঠেন তাঁদের 'গোবিন্দা' বলা হয় ৷ মন্দিরে মঙ্গল আরতি দিয়ে সূচণা হয় পুজোর ৷ এরপর সারাদিন নানাবিধ নিয়ম মেনে চলতে থাকবে পুজো ৷ কৃষ্ণের প্রিয় নানারকমের পদ এদিন সাজিয়ে দেওয়া হবে ৷