Ajodhya Hill: নতুন বছরে ভিড়ে ঠাসা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় - অযোধ্যা পাহাড়
নতুন বছরের শুরুর দিন ভিড়ে ঠাসা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় (Ajodhya Hill) । সকাল থেকেই জেলায় মুখভার ছিল আকাশের। কুয়াশার দাপটে রোদের দেখা মেলেনি সেই অর্থে। কিন্তু তাতে পর্যটকদের দমানো যায়নি মোটেই। বরং শীতকে সঙ্গী করেই আট থেকে আশি নতুন বছরের প্রথম দিনকে উপভোগ করতে হাজির হয়েছেন পুরুলিয়ায়। যারা এসেছেন তাঁদের কথায়, দারুণ মনোরম পরিবেশ সেখানে । যেমন আপার ড্যাম, তেমনই পাহাড় কিংবা ঝরনা । জিনিসপত্রের দামও সাধ্যের মধ্যেই রয়েছে ৷ অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির, রাম মন্দির সর্বত্র আজ পর্যটকদের ভিড়ে মুখরিত। তবে শুধু যে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় ছিল তা নয় পুরুলিয়া জেলার অন্যতম দর্শনীয় স্থল জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, মুরগুমা, ফুটিয়ারি, দুয়ারসিনি, রঞ্জনডি ড্যাম সর্বত্রই ভিড় ছিল চোখে পড়ার মতো (Huge Crowd on New Year at Ajodhya Hill)।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST