পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

College Student Toto Driver: ইটিভি ভারতের খবরের জের, নতুন টোটো পেলেন ভদ্রেশ্বরের তমা - তমা দত্ত

By

Published : Nov 19, 2022, 11:45 AM IST

Updated : Feb 3, 2023, 8:33 PM IST

পড়াশোনার সঙ্গে টোটো চালিয়ে (Toto Driver) সংসার চালাচ্ছিলেন তমা । তিনি শ্রীরামপুর কলেজের বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী (College Student) । তাঁর এই সংগ্রামের কথা তুলে ধরেছিল ইটিভি ভারত । তার জেরে তমা দত্তের (Tama Dutta) পাশে এসে দাঁড়ান চাঁপদানি পৌরসভার চেয়ারম্যান ও বিধায়ক । খবর সম্প্রচারিত হওয়ার পরই তাঁরা ডেকে পাঠান তমাকে । পরিবারে অসুস্থ বাবা এবং ভাই ও বোনের পড়াশোনার সব খরচ টোটো চালিয়ে করছিলেন তমা । সেই কথা জানতে পেরে 70 হাজার টাকা চাঁপদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র, চাঁপদানী বিধায়ক অরিন্দম গুঁইন সাহায্য করেন । বাকি মায়ের গয়না বিক্রি ও নিজের স্কলারশিপের কিছু টাকা দিয়ে একটি নতুন টোটো কিনে ফেললেন তমা । চুঁচুড়ায় হুগলি মোটরসের শোরুমে এসে নতুন টোটো কেনেন তিনি । হুগলি মোটরসের কর্নধার শেখ নাসিরুদ্দিনও তমার লড়াইয়ের কাহিনী শুনে টোটোর দামে কিছুটা ছাড় দিয়েছেন ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details