Dhupguri Bye Election: প্রাক্তন দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মিতালির - Mitali Roy
Published : Sep 5, 2023, 3:43 PM IST
|Updated : Sep 5, 2023, 6:10 PM IST
ভোটে চক্রান্তের গন্ধ পেলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায় ৷ নিজের পুরনো দলের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ করলেন তিনি ৷ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভোট দিতে আসেন ৷ 15 নম্বর বুথের অন্তর্গত প্রাইমারি স্কুলে ভোট দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হন ৷ ইভিএম মেশিনের ঠিক উপরে থাকা একটি আলো জ্বলছে ও নিভছে ৷ তাই সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেত্রীর ভোট দেওয়া হল না ৷ এ নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "কেউ যখন ভোট দিতে গেলেই আলো বন্ধ হয়ে যাচ্ছে ৷ মানুষ যাতে বিজেপিকে ভোট দিতে না-পারে তার জন্যই এমন ব্যবস্থা ৷ এটা চক্রান্ত ৷"
ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপির প্রার্থী বারামুলায় শহিদ সেনা জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায় ৷ তাঁর বিরুদ্ধ তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায় ৷ সিপিএমের প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়কে সমর্থন করেছে কংগ্রেস ৷ 2 সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি বিধানসভায় নির্বাচনী প্রচারে আসেন ৷ সেদিন তাঁর সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল তৃণমূলের এই প্রাক্তন বিধায়ককে ৷ এর ঠিক পরদিন, 3 সেপ্টেম্বর তিনি বিজেপিতে যোগ দেন ৷ উপ-নির্বাচনের ঠিক আগে দল বদলে খবরের শিরোনামে উঠে আসেন মিতালি রায় ৷ তবে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় নিয়ে বিষয়ে আত্মবিশ্বাসী মিতালি বলেন, "আমরাই জিতব ৷ তাপসী রায় জিতবেন ৷ বিজেপি জিতবে ৷"