Jute Mill Caught Fire: আগুনে ভস্মীভূত ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের 3টি বিভাগ - জুটমিলে আগুন
ভয়াবহ অগ্নিকাণ্ড ভাটপাড়া বিলায়েন্স জুটমিলে(Fire at Bhatpara Reliance Jute Mill)৷ ভস্মীভূত জুটমিলের তিনটি বিভাগ ৷ দমকলের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ বৃহস্পতিবার দুপুর নাগাদ হঠাৎই আগুন লেগে যায় জুটমিলটিতে (Reliance Jute Mill) ৷ প্রথমে দমকলের দু‘টি ইঞ্জিন এবং পরে আরও দু‘টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ জুটমিলে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৷ কারখানার তিনটি বিভাগ ভস্মীভূত হয়ে য়ায় ৷ কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি ৷ তবে মিলের অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিক থাকায় আগুন আগ্রাসী রূপ নেয় ৷ আনুমানিক কয়েক লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST