পশ্চিমবঙ্গ

west bengal

আইপিএল বেটিং

ETV Bharat / videos

IPL Betting in Durgapur: দুর্গাপুরে আইপিএল বেটিং চক্রের হদিশ, গ্রেফতার 1 - IPL betting News

By

Published : May 12, 2023, 11:11 AM IST

বিশ্বের অন্যতম বৃহত্তম টি-টোয়েন্টি লিগ আইপিএলকে কেন্দ্র করে দেশজুড়ে বেটিং চক্র চলছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে ৷ এবার সেই চক্রের হদিশ মিলল শিল্পশহর দুর্গাপুরে ৷ বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের মেনগেট এলাকা থেকে আইপিএল বেটিং চক্রে জড়িত মহম্মদ নিয়াজ খানকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ ৷

গতকাল রাতে দুর্গাপুরের স্টিল পার্ক এলাকায় কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের খেলা চলাকালীন বেটিং চক্র সক্রিয় হয়ে উঠেছিল বলে পুলিশের অনুমান ৷ ধৃত মহম্মদ নিয়াজ খানের কাছ থেকে পাঁচ লক্ষ টাকার বেশি নগদ অর্থ এবং 4 টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ৷  তদন্তকারীদের অনুমান, দুর্গাপুরের বেনাচিতি, ভিড়িঙ্গি এলাকার আরও অনেকে ক্রিকেট বেটিং চক্রের সঙ্গে জড়িত ৷ 

পুলিশ বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে । ধৃত নাজির খানকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানে ৷ সূত্রের খবর, দুর্গাপুরের দেশবন্ধু নগর, উত্তরপল্লি এলাকায় এই বেটিং চক্রের মাস্টারমাইন্ড থাকতে পারে ৷ দুর্গাপুরের বেনাচিতি বাজারের একটি মোবাইল ফোন বিক্রির দোকানেও আইপিএল খেলা নিয়ে বেটিং চলছে বলে অভিযোগ ।

ABOUT THE AUTHOR

...view details