পশ্চিমবঙ্গ

west bengal

বোলপুরে দুর্গাপুজো কার্নিভাল

ETV Bharat / videos

Durga Puja 2023: ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনকে মাথায় রেখে প্রথম বোলপুরে দুর্গাপুজো কার্নিভালের আয়োজন - durga puja carnival first time at bolpur

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 10:54 PM IST

17 সেপ্টেম্বর বাংলার মুকুটে এসেছে নতুন পালক ৷ সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কবিগুরুর শান্তিনিকেতন ৷ ইউনেসকোর তরফে বিশ্বের একমাত্র সমকালীন ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হয় শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ৷ ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের কথা মাথায় রেখেই এই প্রথম বোলপুরে দুর্গাপুজোর কার্নিভাল হবে বলে, জানিয়েছেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ইতিমধ্যেই প্রশাসনিক কর্তাব্যক্তিদের মধ্যে বৈঠক করেছেন মন্ত্রী ৷ স্থির হয়েছে, লজের মোড় থেকে জাম্বুনীর রাস্তায় হবে পুজোর কার্নিভাল ৷ আগেই দুর্গোৎসবকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো। আর সদ্য বিশ্বকবির শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো। তাই এই প্রথম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শহর বোলপুরে হচ্ছে দুর্গাপুজোর কার্নিভাল। সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন, "কবিগুরুর বিশ্বভারতীর কথা মাথায় রেখে, সেই সব থিম মাথায় রেখেই হবে পুজোর কার্নিভাল। প্রশাসনের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বহু পুজো মণ্ডপ অংশ নেওয়ার জন্য আবেদন করেছে। তাদের মধ্যে থেকে বাছাই করা হবে।" 1901 সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন আবাসিক স্কুলের প্রতিষ্ঠা করেন। তারপর 1921 সালে বিশ্বভারতীর যাত্রার সূচণা। 1951 সালে বিশ্বভারতীর স্বীকৃতিলাভ। তারপর ইউনেসকোর স্বীকৃতিলাভ ৷

ABOUT THE AUTHOR

...view details