Dilip Ghosh: জাল গুটিয়ে অপরাধীদের ধরা হচ্ছে, কালীঘাটের কাকু প্রসঙ্গে মন্তব্য দিলীপের - কালীঘাটের কাকু প্রসঙ্গে দিলীপ
"যেভাবে জাল বিছিয়ে টাকা তোলা হয়েছে, সেভাবে জাল গুটিয়ে অপরাধীদের ধরা হচ্ছে ।" কালীঘাটের কাকু প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । দলীয় কর্মসূচিতে যোগ দিতে বুধবার রাতে কোচবিহারে আসেন তিনি । বৃহস্পতিবার সকালে কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি ৷ সেসময় দিলীপ ঘোষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দেন ৷ তিনি জানান, সিবিআই নিয়োগ দুর্নীতির তদন্ত করছে । যখন যেভাবে তথ্য আসবে, তখন তাদের জেরা করা হবে । যেভাবে জাল বিছিয়ে টাকা তোলা হয়েছে, সেভাবে জাল গুটিয়ে অপরাধীদের ধরা হচ্ছে বলে তাঁর মত । তদন্তে আরও অনেকের নাম বেরিয়ে আসবে বলেও তিনি জানান । অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বেতন বন্ধের প্রসঙ্গে দিলীপ মন্তব্য করেন, রাজ্যে এরকম বহু শিক্ষক রয়েছে যারা স্কুলে না-গিয়ে বেতন নেন । এলাকার মানুষ তাদের চেনে না । এ ধরণের ভুয়ো শিক্ষকদের শুধু বেতন বন্ধ করা নয়, তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়া উচিত বলে তিনি জানান । আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ৷ এই দিনে তাঁর রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে দিলীপ জানান, পরীক্ষার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে । তাঁরা সারাবছর রাজনৈতিক কর্মসূচি করে । এর জেরে পরীক্ষায় অসুবিধা হওয়ার কথা নয় । কলকাতা - কোচবিহার বিমান চালুর দিন তৃণমূলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ জানান, শাসকদল বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনবেন আর উত্তরবঙ্গকে বঞ্চিত রাখবে তা হবে না । এর আগে কোচবিহার বিমানবন্দর থেকে নিরাপত্তা তুলে নিয়েছিলেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণেক উদ্যোগ নিয়ে নতুন করে বিমান চালানোর উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান ।