পশ্চিমবঙ্গ

west bengal

প্রার্থী বাছাইয়ের ভোট দান পর্বকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড

ETV Bharat / videos

Ballot Box Chaos: প্রার্থী বাছাইয়ের ভোটদান পর্ব ঘিরে ধুন্ধুমার কাণ্ড কোচবিহারের মাথাভাঙায় - কোচবিহারের মাথাভাঙায় প্রার্থী বাছাই

By

Published : Apr 25, 2023, 11:04 PM IST

সিতাইয়ের পর কোচবিহারের মাথাভাঙায় প্রার্থী বাছাইয়ের ভোটদান পর্ব ঘিরে ধুন্ধুমার কাণ্ড ৷ ঘটনাস্থলে ছিঁড়ে ফেলা হয়েছে ব্যালট পেপার ৷ ভেঙে ফেলা হয়েছে ব্যালট বাক্সও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন-সংযোগ কর্মসূচির প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সাহেবগঞ্জ, গোসানিমারির পর এবার মাথাভাঙ্গায় গোপন ব্যালটে ভোটের সময় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। চলে হাতাহাতিও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শীতলকুচির সভা থেকে কড়া বার্তা দিয়েছিলেন যে, পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনের ভোট নিয়ে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার কয়েক ঘন্টা পরেই বিশৃঙ্খলা তৈরি হয় মাথাভাঙাতে। অধিবেশন স্থল থেকে তাঁবুতে অভিষেক পৌঁছে যাওয়ার পরেই মাথাভাঙা 1 ব্লকের পচাগড় এবং শিকারপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের তাবুতে চরম বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে ৷ ছিঁড়ে ফেলা হয়েছে বুথের ফ্লেক্স ৷ অভিযোগ, দলের শিকারপুর অঞ্চল সভাপতি নিত্যজিৎ বর্মনকেও শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে ৷ তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলেন, "ভোট নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমস্যা হয়েছে। তাঁরা পুনরায় ভোট প্রক্রিয়া চালু করতে চলেছেন।"

ABOUT THE AUTHOR

...view details