চারদিকে আলোর মালা, চলছে জমিয়ে খাওয়া দাওয়া, বড়দিনের সন্ধ্যায় জমজমাট বো ব্যারাকস - Christmas Celebration in Bow barracks
Published : Dec 25, 2023, 9:57 PM IST
Christmas Celebration in Bow barracks: হেয়ার স্ট্রিট থানার বিপরীত ও বউ বাজার থানার পাশেই বিরাট বিরাট লালবাড়ি । এলাকাটা খ্যাত বো ব্যারাকস নামে । বছরের অন্য সময় তো বটেই বিশেষত ক্রিসমাসের সময় আরও বেশি করে শোনা যায় বো ব্যারাকসের নাম ৷ শহরের এই অংশটায় সাধারনভাবে বাস অ্যাংলো ইন্ডিয়ানদের ৷ সেই কারণেই বড়দিন উপলক্ষে আলোর মালায় সেজে ওঠে গোটা এলাকা ৷ অ্যাংলো ইন্ডিয়ান পাড়ার আলোয় সাজ দেখতেই প্রতিবছর বো ব্যারাকসে জমে মানুষের ভিড় । সঙ্গে চলে গান ও নাচ । এবারও তার ব্যতিক্রম হল না ৷ পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাকস, ক্রিসমাস উদযাপনে মানুষের ঢল নামল তিলোত্তমার রাস্তায় ৷ একের পর এক বলিউডের গানে কোমর দোলালেন বো ব্যারাকসে আসা মানুষজন । তবে শুধু নাচ গানই নয় তার সঙ্গে রয়েছে রকমারি খাবার ৷ জমিয়ে চলছে পেট পুজো । অ্যাংলো ইন্ডিয়ান পাড়ার এই ভিড় মনে করাচ্ছে সদ্য সমাপ্ত হওয়া শারদ উৎসবকে । কলকাতা তো এমনিতেই উৎসবের শহর ৷ শহরের সৌজন্যেই এক উৎসব আরেক উৎসবে মেতে ওঠে বাঙালি ৷