পশ্চিমবঙ্গ

west bengal

নির্বাচনী কেলেঙ্কারির অভিযোগ দক্ষিণ 24 পরগনায়

ETV Bharat / videos

Panchayat Elections 2023: ভোটদানের আগেই হয়ে গেল গোটা এলাকার ভোট, ক্ষুব্ধ খোলাখালির বাসিন্দারা - panchayat elections

By

Published : Jul 8, 2023, 12:10 PM IST

ভোট দিতে গিয়ে শুনতে হচ্ছে, 'আপনার ভোট হয়ে গিয়েছে' ৷ তেতো সত্যি হলেও বাংলার রাজনীতিতে নির্বাচন এলেই সামনে আসে এমন হাজারো ঘটনা ৷ ব্যতিক্রম হল না পঞ্চায়েত নির্বাচনেও ৷ এ বার এমন অভিযোগ সামনে এল ডায়মন্ডহারবার 2 নম্বর ব্লকে নুরপুর গ্রাম পঞ্চায়েতের খোলাখালি 44 ও 45 নম্বর বুথ থেকে ৷ তাও এক-আধজন ব্যক্তি নন, একটা গোটা এলাকার ভোটদানই নাকি হয়ে গিয়েছে ভোটদান প্রক্রিয়া শুরু হতে না হতেই ৷ স্থানীয়দের আভিযোগ, ভোটদান প্রক্রিয়া শুরু হতে না হতেই বুথগুলি দুষ্কৃতীদের দখলে চলে যায় ৷ পাশাপাশি ডায়মন্ড হারবারের আরও বিভিন্ন বুথ থেকে অশান্তির ঘটনা সামনে আসছে । 

কুলপি হটুগঞ্জ হাইস্কুলের গেটে তালা ঝুলিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে বুথ দখলের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । পাশাপাশি অভিযোগ ওঠে ব্যালট পেপার নিয়ে চলে যাওয়ারও ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী । এছাড়াও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, বিরোধী এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে ৷ একইসঙ্গে তাঁদের মারধর করার অভিযোগও উঠেছে ৷ 

ABOUT THE AUTHOR

...view details