পশ্চিমবঙ্গ

west bengal

ধূপগুড়ি উপনির্বাচনে মোতায়েন আরও 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 11:25 AM IST

ETV Bharat / videos

Dhupguri By Election: বাড়তি নিরাপত্তা! ধূপগুড়ির উপনির্বাচনে মোতায়েন আরও 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরও বাড়ালো নির্বাচন কমিশন। 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকলেও ফের 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে ধূপগুড়িতে। কড়া নিরাপত্তায় হবে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন। ধূপগুড়ি উপনির্বাচনে বানারহাটে 58 ও ধূপগুড়িতে 202 পোলিং স্টেশনের জন্য মোট 30 কোম্পানি ফোর্স থাকছে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে বাহিনীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে বিভিন্ন অশান্তির ঘটনা যাতে সৃষ্টি না-হয় সেই দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নিচ্ছে। 

আগামী 5 সেপ্টেম্বর উপনির্বাচন রয়েছে ধূপগুড়িতে। তার আগে সকাল থেকে বিকেল স্থানীয় থানার আধিকারিকদের নেতৃত্বে চলছে রুট মার্চ। কোতোয়ালি থানায় এলাকায় থাকছে আরও 1 কোম্পানি। যার মধ্যে রয়েছে, বিএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি কোম্পানি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে ধূপগুড়ি এবং বানারহাট ব্লকের বিভিন্ন বিদ্যালয় এবং ধূপগুড়ি কিষাণ মান্ডি ও ধূপগুড়ি রেগুলেটেট মার্কেট কমিটির বিল্ডিংয়েও জওয়ানদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটারদের ভীতি দূরীকরণ এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বার্তা নিয়ে রুটমার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রচারও চলছে জোরকদমে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে আসনটি খালি হয়।  

ABOUT THE AUTHOR

...view details