Crackers Factory: বীরভূমে বাজি কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার 100 কেজি বারুদ, আটক 4 - Crackers Factory
এগরার ঘটনা থেকে শিক্ষা নিয়ে বৃহস্পতিবার বীরভূম জুড়ে তল্লাশি চালাল পুলিশ ও সিআইডি । লাভপুরের পূর্ণা গ্রাম থেকে প্রায় 100 কেজির উপর বোমা তৈরির মশলা ও সামগ্রী উদ্ধার করা হয় ৷ বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা মজুত করায় 4 জনকে আটক করে সিআইডি ৷ এগরার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পরেই সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঘটনায় ওড়িশা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত ভানু বাগকে ৷
এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্যের পুলিশ প্রশাসন । এদিন বীরভূমের লাভপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ তল্লাশি চালায় সিআইডি ৷ তখনই লাভপুরের পূর্ণা গ্রামে একটি বাজি তৈরির কারখানা থেকে 100 কেজির বেশি বাজি তৈরির মশলা উদ্ধার করা হয় ৷ পাশাপাশি, বাজি তৈরির সামগ্রীও উদ্ধার করা হয় ৷ বেআইনিভাবে প্রচুর বারুদ মজুত করে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় 4 জনকে আটক করেছে সিআইডি ৷ উদ্ধারের পর বোমা তৈরির মশলা ও বাজিগুলি সব নিষ্ক্রিয় করা হয় । পুলিশ ও সিআইডি সূত্রে আরও জানা গিয়েছে, এগরার ঘটনার পর রাজ্যে বিভিন্ন জায়গায় বাজি কারখানার উপর নজর রাখা হচ্ছে ৷ বেআইনি কারখানাগুলিতে তল্লাশি চলবে ।