বাড়িতেই বানিয়ে ফেলুন মিল্ক কেক - ETV Bharat Priya
দুপুর বা রাতে খাবারের শেষ পাতে একটু মিষ্টি হলে মন্দ হয় না ৷ কিন্তু, অনেক সময়ই বাড়িতে মিষ্টি রাখা থাকে না ৷ তা বলে কি মিষ্টি খাবেন না ? তাই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলুন মিল্ক কেক ৷