Ranu Mondal Biopic: ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় রিল রানু, রিয়েল রানু এবং অন্যান্যরা - exclusive interview with ranu mondal ishika dey and others
পরিচালক হৃষিকেশ মণ্ডলের পরিচালনায় আসতে চলেছে রানু মণ্ডলের বায়োপিক 'মিস রানু মারিয়া' ৷ নিজের বায়োপিকে দু‘টি গান গাইছেন রানুদিও (Ranu Mandal is singing two songs in her biopic)। দক্ষিণ কলকাতার এক অডিয়ো স্টুডিয়োতে আজ সম্পন্ন হল তাঁর দু‘টি গানের রেকর্ডিং । উপস্থিত ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরাও । সিনেমায় রানু মণ্ডলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঈশিকা দে । ছবি নিয়ে আড্ডায় মাতলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সিধু, ঈশিকা, পরিচালক হৃষিকেশ এবং রানুদি ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Ranu Mondal Biopic