পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Mouni Roy: ফের বাংলা টেলিভিশনে মৌনি রায়, কোমর দোলাবেন দেবের সঙ্গে - Mouni Roy

By

Published : Sep 15, 2022, 11:16 AM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

বাংলা টেলিভিশনে ফের মৌনি রায়ের আগমন(Mouni Roy in Dance Dance Junior)। অতিথি বিচারকের আসনে দেখা যাবে তাঁকে 'ডান্স ডান্স জুনিয়র- সিজন 3'-এর মঞ্চে। লিটল ডান্সিং স্টারদের সঙ্গে নাচের তালে মেতে উঠবেন তিনি। চলতি সপ্তাহের দুটি এপিসোডেই থাকবে মৌনি ধামাকা। মঞ্চে দেবের সঙ্গে 'মন মানে না' গানে পা মেলাবেন তিনি। এখানেই শেষ নয়, 'ওড়নি' গানের সঙ্গে একক পরিবেশনা থাকবে তাঁর। পাশাপাশি প্রতিযোগী অনুব্রতর সঙ্গে 'গলি গলি মে' গানের সঙ্গে পা মেলাবেন অভিনেত্রী। সব মিলিয়ে জমজমাট পর্ব আসতে চলেছে এই সপ্তাহে। টিভির পর্দায় চোখ রাখুন শনি ও রবিবার রাত সাড়ে 9 টায় ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details