পশ্চিমবঙ্গ

west bengal

ফের বড়পর্দায় ফিরবেন মীনাক্ষী শেষাদ্রি

ETV Bharat / videos

Kali Pujo 2023: বড়পর্দায় ফিরছেন মীনাক্ষী শেষাদ্রি, কালীপুজোয় শহরে এসে জানালেন খুশির খবর - কালীপুজো

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 12:13 PM IST

Updated : Nov 12, 2023, 12:27 PM IST

আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহর কলকাতা ৷ দীপাবলির আনন্দে মতোয়ারা বঙ্গবাসী ৷ দুর্গাপুজোর মতো কালীপুজোতেও এখন দিকে দিকে থিমের বাহার ৷ মণ্ডপসজ্জা ও প্রতিমা সজ্জায় কে, কাকে টক্কর দেয় তা নিয়ে চলছে জোর প্রতিযোগিতা ৷ কালীপুজো উদ্বোধনে তিলোত্তমায় এলেন বলিউডের অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি ৷ চিনা বাজার ইয়ং বয়েজ অ্যাসোসিয়েশনের পুজো উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। 

মীনাক্ষী শেষাদ্রি এদিন ইটিভি ভারতকে বলেন, "অনেকদিন পর আমি আমেরিকা থেকে নিজের দেশে ফিরেছি। অনেক প্রযোজক পরিচালকের সঙ্গে কথা হয়েছে। খুব শিগগিরই আমার অনুরাগীরা আমাকে পর্দায় দেখতে পাবেন।" সিনেমা এবং ওয়েব সিরিজ দুই প্ল্যাটফর্মেই কাজ করার কথা এদিন মঞ্চে উঠে জানান তিনি। 

এদিন নিজের 'জুর্ম' ছবির বিখ্যাত গান 'যব কোয়ি বাত বিগড় যায়ে' গানটিও গেয়ে শোনান অভিনেত্রী। কলকাতাবাসীকে বলেন, "কেমন আছো সবাই?" বাংলার প্রতি ভালোবাসার কথাও বলেন অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি। 1983 সালে হিরো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে ৷ এছাড়াও ঘায়েল, দামিনী, ঘাতকের মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন মীনাক্ষী শেষাদ্রি ৷

Last Updated : Nov 12, 2023, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details