Abar Bibaho Obhijaan: মজাদার আড্ডায় 'আবার বিবাহ অভিযান'-এর গণশা ও মালতি - Priyanka Sarkar
25 মে জামাইষষ্ঠীর আবহে মুক্তি পেতে চলেছে 'আবার বিবাহ অভিযান'। বড় পর্দায় ফের হাসির ফোয়ারা ছোটাবেন গণশা-মালতি, অনুপম-রাই, রজত-মায়া। অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া, রুদ্রনীল ঘোষ এবং সোহিনী সরকার। ছবিতে নতুন ট্যুইস্ট নিয়ে হাজির হয়েছেন অভিনেতা সৌরভ দাস ৷ সৌমিক হালদার পরিচালিত এই ছবি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে ৷ ছবির ট্রেলার ও গান মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের ৷ ছবিতে অন্যান্য চরিত্রদের মতোই সকলের প্রিয় অনির্বাণ-প্রিয়াঙ্কার চরিত্র অর্থাৎ গণশা ও মালতির অনস্ক্রিন কমেডি ও কেমেস্ট্রি দর্শক আজও মনে রেখেছেন ৷ বিরসা দাশগুপ্তর হাত ধরে 2019-এ মুক্তি পেয়েছিল বিবাহ অভিযান ৷ ছবিতে মানতি-গণশার জুটি ছিল অনবদ্য ৷ সেই জুটি আবারও ফিরেছে সৌমিক হালদারের মাধ্যমে ৷ কেমন ছিল শ্যুটিংয়ের সেই সব দিন, কীরকম মজা হয়েছে, পরিচালক হিসাবেই বা কেমন ছিলেন সৌমিক সবকিছু নিয়ে মজাদার খোলা আড্ডা দিয়েছেন অনির্বাণ-প্রিয়াঙ্কা ওরফে মালতি-গণশা ৷ ইটিভি ভারতের প্রতিনিধির কাছে মন খুলে শেয়ার করেছেন ছবির নানান মজাদার কিস্সা ৷ শুধু তাই নয়, গান গেয়ে শুনিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ৷