Fatafati Trailer Released: এবার স্পটলাইট কাড়বেন স্থূলকায় নারীরাও, ফাটাফাটি ট্রেলার লঞ্চে সহমত কলাকুশলীরা - ট্রেলার প্রকাশ অনুষ্ঠান
12 মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ফাটাফাটি'। আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরীর জুটিকে অনস্ক্রিন পাবেন দর্শকরা। উইন্ডোজের প্রযোজনায় অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এটি তৃতীয় ছবি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। নন্দন 3-এ হয়ে গেল ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, অরিত্র মুখোপাধ্যায়, জিনিয়া সেন, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, স্বস্তিকা দত্ত-সহ আরও অনেকে। ফ্যাশন কী শুধু রোগাদের জন্য? সেই প্রশ্নের উত্তর ছবিতে দিয়েছেন ঋতাভরী। কাহিনীতে ঋতাভরীকে দেখা যাবে একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সারের চরিত্রে। নিজের স্বপ্নকে সফল করার জন্য তাঁকে পেরোতে হয়েছে অনেক বাধা। তারপরেও হার মানেনি সে। এই কাহিনী অনেক স্থুলকায় নারীর গল্প শোনাবে। যদিও পর্দায় স্থুলতা প্রমাণ করার জন্য প্রায় 25 কেজি ওজন বাড়িয়ে ছিলেন ঋতাভরী। মোটা হওয়ার কারণে মেয়েদের যুগ যুগ ধরে নানা কথা শুনতে হয়েছে ঘরে বাইরে। কিন্তু স্বাস্থ্য কোনওদিন সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। এই গল্পের মাধ্যমে তারই প্রমাণ হতে চলেছে বলে জানিয়েছেন ছবির কলাকুশলীরা।