পশ্চিমবঙ্গ

west bengal

সৌরা খানের জন্মদিন সেলিব্রেশনে আরবাজ

ETV Bharat / videos

দ্বিতীয় স্ত্রী সৌরার জমজমাট জন্মদিন পালন আরবাজের, দেখুন ভিডিয়ো - আরবাজ খান

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 4:19 PM IST

Sshura Khan: দ্বিতীয় স্ত্রীর জন্মদিন পালনে কোনও রকম খামতি রাখলেন না আরবাজ খান ৷ সেলেব্রিটি মেক-আপ আর্টিস্ট সৌরা খানের জন্মদিন ধুমধাম করে পালন করলেন অভিনেতা-পরিচালক স্বামী ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ও ছবি ভাইরাল ৷ সৌরার জন্মদিনে উপস্থিত ছিলেন ছেলে আরহান খান, ভাই সলমন খান, মা হেলেন-সালমা ও বোন অর্পিতা খান, সঞ্জয় কাপুর-সহ নিকট বন্ধু-আত্মীয়রা ৷

এছাড়াও উপস্থিত ছিলেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা অগ্নিহোত্রী, ভতশল শাহ, বাবা সিদ্দিকী, চাঙ্কি পাণ্ডে, গোবিন্দার মেয়ে টিনা আহুজা ছাড়া আরও অনেকে ৷ পার্টিতে আরবাজ ও সৌরার এন্ট্রি ফ্রেমবন্দি করেন পাপারাৎজিরা ৷ সৌরা এদিন বেছে নিয়েছিলেন লাল রঙের প্যান্টসুট ৷ অন্যদিকে আরবাজকে দেখা গিয়েছে, নীল রঙের পোশাকে ৷  

24 ডিসেম্বর অর্পিতা খান শর্মার বাড়িতে বিয়ের আসর বসেছিল আরবাজ-সৌরার ৷ বিশেষ এই দিনে উপস্থিত ছিলেন কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা ৷ এদিন, সোশাল মিডিয়ায় আরবাজ মিষ্টি একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান স্ত্রী সৌরাকে ৷ তিনি লেখেন, "শুভ জন্মদিন আমার ভালোবাসা ৷ তুমি যেভাবে আমাকে হাসাও, আর কেউ তা করেনি ৷ তুমি আমার জীবনে আলো এনেছো ৷ আমি সারাজীবন তোমার সঙ্গে কাটাতে চাই ৷"

ABOUT THE AUTHOR

...view details