Aditi Munshi: অদিতির কণ্ঠে 'শ্রী জগন্নাথ কীর্তন', ছাত্রছাত্রীদের নিয়ে রথের দড়িতে টান শিল্পীর
এই প্রথমবার রথযাত্রায় মেতে উঠল সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান 'সঙ্গীতম'। প্রতিষ্ঠানের ছোট বড় সকল সদস্যদের রথের দিন অর্থাৎ, মঙ্গলবার রথের দড়িতে টান দিলেন অদিতি মুন্সি । তাঁকে এদিন পাওয়া গেল স্বভাবোচিত খোশমেজাজেই । শিল্পী অদিতির কীর্তনের নয়া সফর শুরু হয়েছে 'বারো মাসে বর্ষযাপন'-এর হাত ধরে । প্রতি ইংরেজি মাসের 12 তারিখে আসছে এক একটি গান । গত মাসেই এসেছে ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গীতায়োজনে রাম বসুর রচনায় 'নটবর কে গো'। আর চলতি মাসে রথের আবহে হাজির হয়েছে সৌম্য বসুর কথায় ও সুরে 'শ্রী জগন্নাথ কীর্তন' । প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রায় আড়াই লক্ষ মানুষ গানটি পছন্দ করেছে। তাই সেই জগন্নাথের গান কণ্ঠে নিয়েই এবারের রথযাত্রায় শামিল হন অদিতি ও তাঁর সঙ্গীতমের সদস্যরা। এরপর ছিল খাওয়া দাওয়ার আয়োজন। আর সবশেষে শ্রীখোল, করতাল সহযোগে গানবাজনায় মন্ত্রমুগ্ধ হয়ে ওঠে সঙ্গীতমের রথের সন্ধ্যা। পথ চলতি মানুষও অদিতিদের সঙ্গে রথের দড়িতে টান দিলেন আর সকলের মুখেই এদিন শোনা গল 'জয় জগন্নাথ'।