Rudranil Ghosh Interview: এখানেই শেষ নয়, বিবাহ অভিযান নিয়ে পরবর্তী পরিকল্পনা ছকছেন রুদ্রনীল - ভবিষ্যত পরিকল্পনায় রুদ্রনীল
সম্প্রতি মুক্তি পেয়েছে সৌমিক হালদার পরিচালিত বাংলা ছবি 'আবার বিবাহ অভিযান'। ছবির কাহিনি ও চিত্রনাট্য রুদ্রনীল ঘোষের। সমস্ত যুক্তি-তক্ককে শিঁকেয় তুলে মানুষকে নির্ভেজাল আনন্দ দিতে, পেটে হাসির খিল ধরিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এসভিএফ-এর অনুরোধে এই কাহিনি ফেঁদেছিলেন ইন্ডাস্ট্রির 'রুডি' ওরফে রুদ্রনীল। সেই কাজে তিনি সফল। ছবিও সফল। মানুষ হেসেছে ৷ গণশা, রজত, অনুপমকে ভালোবেসেছে ৷ তাঁদের নাম মনে রেখেছে। 'বিবাহ অভিযান' মুক্তি পেয়েছিল 2019-এ। 'আবার বিবাহ অভিযান' মুক্তি পেল 2023-এ। এবার কলকাতা থেকে গল্প পাড়ি দেয় থাইল্যান্ডে। সেখানেই যত কাণ্ড। কিন্তু যিনি বারবার বিবাহ অভিযানের সাক্ষী থেকেছেন তিনি কবে বসবেন বিয়ের পিঁড়িতে, এমন প্রশ্ন অনুরাগীদের মনে তো রয়েইছে ৷ তাতে অভিনেতা জানিয়ে দিয়েছেন, বিয়ে তো তিনি করবেন ৷ তবে রয়েছে একটা শর্ত ৷ অন্যদিকে, 'আবার বিবাহ অভিযান' সাফল্যের পর দর্শক নতুন কী পাচ্ছে? জবাবে রুদ্রনীল বলেছেন, সহকর্মী সোহিনীর কথা ৷ তিনি নাকি এই ছবির তৃতীয় ভাগ নিয়ে বেশ একটা মজাদার আইডিয়া দিয়েছেন ৷ কী সেই আইডিয়া? সবকিছুর উত্তর রয়েছে ইটিভি ভারতে রুদ্রনীল ঘোষের খোলামেলা আড্ডায় ৷