Bengal Civic Polls 2022 : তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করলেও আমরাই জিতব, বললেন দিলীপ - Dilip Ghosh campaigning in Midnapore for Municipal Election
"রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যাবে না", রবিবার মেদিনীপুর পৌরসভার প্রচারে এসে একথা বললেন বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh campaigning in Midnapore) ৷ এই পৌরনির্বাচনে দল ভাল ফল করবে বলেও আশাবাদী তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST